|
---|
নিজস্ব প্রতিনিধি :তমলুক “বীরাঙ্গনা” নব ধরার এক নতুন প্রয়াস। এবার মেয়েদের আত্মরক্ষার স্বার্থে এক নতুন পদক্ষেপ। নবধারা সফল প্রয়াসগুলির মধ্যে ছিল “মাতৃ রূপেন সংস্থিতা”মূর্তি রূপে নয় রক্ত মাংসে গড়া নিজের মায়ের পুজো। ছোট থেকে বাচ্চাদের মনে গুরুজনদের প্রতি শ্রদ্ধা ও ভক্তি তৈরি করা এবং বৃদ্ধকালে বাবা মায়ের ঠিকানা বৃদ্ধাশ্রম নয় নিজে গৃহ হোক ঠিকানা।
বাসে ট্রামে ট্রেনে রাস্তাঘাটে স্কুল-কলেজে আজ মেয়েরা বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়। আমাদের বাড়ির মেয়েরা বাড়ি থেকে বেরোলে আমাদের নানারকম দুশ্চিন্তা ঘিরে থাকে তাদেরকে নিয়ে। সত্যি তারা যদি এমন পরিস্থিতিতে পড়ে কী ভাবে মোকাবিলা করবে? তা থেকে বেরিয়ে আসার পথ এবং নিজেকে সুরক্ষিত রাখার জন্য নবধারার প্রয়াস “বীরাঙ্গনা”।
এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের বিভিন্নভাবে আত্মরক্ষার পাঠ শেখানো হবে। আগামী 3রা মার্চ রবিবার সকাল আটটা থেকে মগরাজ পুর আঙ্গুরবালা বিএড কলেজ এবং বিকেল তিনটে থেকে হেঁড়িয়া পার্ট বেসিক স্কুলে মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে। এবং এই বিষয়ে প্রশিক্ষণ দেবেন প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষকরা। আমাদের প্রতিনিধি সেখ আরেফুল কে আয়োজক সমীর পণ্ডা জানান যে, “আমাদের ঘরের মেয়েরা ভালো থাকুক তারা ভালো থাকলেই আমরা সবাই ভালো থাকবো এবং তাদের উদ্দেশ্যে আমাদের এই চিন্তা ভাবনা ।আমরা চাই গ্রাম গঞ্জের থেকে বিভিন্ন মেয়েরা এই পাঠ শিখুক এবং যে কোন পরিস্থিতিতে নিজেরা নিজেদের আত্মরক্ষা করুক।”
আমাদের প্রতিটি বাড়ির মেয়েরা এই ধরনের আত্মরক্ষার শিক্ষা থেকে বঞ্চিত না হয়।