|
---|
নিজস্ব প্রতিনিধি : গতকাল বিকাল সাড়ে চারটায় *খেজুরী আম্বেদকর প্লাস্টিক ইন্ডাস্ট্রিয়ালভূ কো:অপারেটিভ সোসাইটি লি:* প্রতিষ্ঠিত কশাড়িয়াতে প্লাস্টিক দ্রব্য ও শুদ্ধজল উৎপাদন হলো। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরহিত্য করেন খেজুরীর প্রাক্তন বিধায়ক ড. রামচন্দ্র মন্ডল । স্বাগত ভাষন রাখেন কুন্তলকান্তি মন্ডল।ওয়ার্কশপের উদ্ধোধন করেন ডি.আই.সি-এর জি.এম শমীত মুখার্জি, ইন্ডাস্ট্রির উদ্ধোধন করেন সিপেট হলদিয়া’র ডাইরেক্টর উদয়ন মুখার্জি।
এছাড়াও উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপেট হলদিয়ার আধিকারিদ্বয় সুশোভন অধিকারী ও সৌমিত্র মন্ডল, ডি.আই.সি-এর প্রদীপ গোস্বামী, প্রাক্তন প্রধান শিক্ষক রনজিৎ দাস, প্রধান শিক্ষক ড.বিষ্ণুপদ জানা, শিক্ষারত্ন স্বপন মন্ডল, খেজুরী-২নং ব্লকের খাদ্য কর্মাধ্যক্ষ প্রশান্ত প্রামানিক, খেজুরী গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর দাস,এস.এফ.ডি.সি-র জেলা ম্যানেজার পৃথ্বিমোহন মিত্র,প্রাক্তন প্রধান শিক্ষক শান্তিরাম দাস, খেজুরী ইতিহাস সংরক্ষণ সমিতি’র সম্পাদক পার্থসারথি দাস। অনুষ্ঠানে উদ্বোধনী ও সমাপ্তি সংগীত পরিবেশন করেন সুমিত মন্ডল।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কুন্তলকান্তি ৷এছাড়াও এই অনুষ্ঠানে খেজুরীর আঞ্চলিক ইতিহাস গবেষক সুদর্শন সেন, প্রাক্তন শিক্ষক ভবশংকর খাটুয়াসহ স্থানীয় বহু মানুষ উপস্থিত ছিলেন। খবর সূত্রে সূনর্শন সেন আমাদের প্রতিনিধি শেখ আরেফুল কে জানান , প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রজেক্টটি শুধু খেজুরী বা জেলাতে প্রথম তা নয় ডব্লিউ. এস.এফ.ডি.সি-এর আর্থিক সহায়তায় নির্মিত প্রথম পাইলট প্রজেক্ট।