|
---|
নিজস্ব প্রতিনিধি , তমলুক : ছাত্র-ছাত্রীদের স্থানীয় সরকারী-প্রশাসনিক অফিসগুলিসহ ঐতিহ্যপূর্ণ স্থানগুলির সাথে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে চালু হওয়া Exposure Visit-এ গতকাল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের খেজুরী-১নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়, খেজুরী থানা, স্টেট ব্যাঙ্ক, হিজলীর মাজার ও মসজীদসহ খেজুরীর প্রাচীন ডাকঘর ইত্যাদি ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা করেছিল টিকাশী উ:কলমদান বাশুলী শিক্ষায়তন।
দু’টি বাসে করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এই শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হয়। বিদ্যালয়ের শিক্ষক আশিষ কুমার দত্ত ও সৌমিত্র পাইক বাবু এখবর জানান। আজও কৃষ্ণনগর মনীন্দ্রনাথ হাইস্কুলের তরফে একই ধরনের এডুকেশনাল ট্যুর চলছে। খবর সূত্রে আমাদের প্রতিনিধি শেখ আরেফুল কে সুদর্শন সেন জানান যে , গতকাল টিকাশী স্কুলের ৯জন শিক্ষক -শিক্ষিকা ও ১১১জন ছাত্র-ছাত্রী এই শিক্ষামূলক ভ্রমণে অংশগ্রহণ করে বলে জানা গেছে।
প্রধান শিক্ষক গৌরীকান্ত পন্ডাসহ রমেশ ভৌমিক, প্রশান্ত মাইতি, শ্রাবন্তী জানা, আশিষ দত্ত প্রমুখ শিক্ষক ও শিক্ষাকর্মী সৌমিত্র পাইক বাবু ছাত্র-ছাত্রীদের নানান শিক্ষামূলক স্থানগুলি ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। এই শিক্ষামূলক ভ্রমণে অংশ নিয়ে ছাত্র-ছাত্রীরা স্বভাবতই খুব খুশি বলে জানা গেছে।