|
---|
রহতুল্লাহ, সাগরদিঘী : গোটা দেশজুড়ে পালিত হচ্ছে ২৬ শে জানুয়ারি ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। এই বিশেষ দিনটি সকল ভারতবাসীর কাছে একটি গর্বের দিন। ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য অমিতাভ চৌধুরীর জন্মদিন উপলক্ষে, সাগরদিঘী ফুলবন আদিবাসী এলাকায়, ১০০ দুঃস্থ শিশুদের হাতে খাবার তুলে দেন সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা। এদিন উপস্থিত ছিলেন ট্রাস্টের সভাপতি রাধারানী দেবনাথ দাস, মির্জা জজবুল, মিঠুন দাস, শম্পা চক্রবর্তী, অমিতাভ চৌধুরী, সামাদ সেখ, মুক্তিপদ মার্জিত,ইসমাইল সেখ,ও বিশ্বজিৎ সাহা। ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস জানান প্রজাতন্ত্র দিবসে ছোট্ট ছোট্ট শিশুদের হাতে খাবার তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর এই প্রচেষ্টা সফল করতে পেরে আমরা খুব আনন্দিত।