|
---|
সামিম আহমেদ, নতুন গতি, শাসন : সারাবাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান সাহেব এর উপর আক্রমণের প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটি থানাতে ফেডারেশনের পক্ষ থেকে স্মারকলিপি এবং প্রতিবাদ জানানো হয় ।
এদিন দুপুর ১২.৩০মি: নাগাদ কলিকাতার একাধিক সেমিনার এবং অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান সাহেব বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন নিজস্ব গাড়িতে।
এমন সময় তিনি যখন দেগঙ্গা বাজারের উপর দিয়ে যাচ্ছেন তিনি লক্ষ্য করেন সংগঠনের দেগঙ্গা ব্লক কার্যালয়ের সামনে পবিত্র ঈদুল আযহার যে তরণ করা হয়েছিল। তাহা ভেঙে দেওয়া হয়েছে এবং কার্যালয়টি কে বাঁশ দিয়ে ঘিরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি গাড়ি থেকে নেমে উনাদের কে জিজ্ঞাসা করেন “এখানে আপনারা কি করছেন?”
এই হয়েছে অপরাধ মোঃ কামরুজ্জামান সাহেবের সঙ্গে ছিলেন রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন দেগঙ্গা ব্লক সম্পাদক রফিকুল ইসলাম মহাশয়।
রফিকুল ইসলাম মহাশয় কে বেধড়ক মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তৎসহ মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান সাহেব কে শারীরিকভাবে ব্যাপকভাবে হেনস্থা করা হয়। গালাগালি করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরিস্থিতি বুঝে মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান সাহেব ওই স্থান ত্যাগ করেন এবং সঙ্গে সঙ্গে তিনি চলে যান দেগঙ্গা থানা তে এফ.আই.আর করতে।
এদিন উত্তর ২৪ পরগনা জেলার শাসন থানায় প্রতিবাদ জানাচ্ছেন বাবর হোসেন ,হাফেজ নাজমুল আরেফীন, মাহমুদুল হাসান, মোঃ তৈয়েবুর রহমান, মাওলানা হাসানুজ্জামান, মাওলানা বাহাউদ্দীন ,মোহঃ তালিবুল ইসলাম।