মেমারীতে নির্দল প্রার্থীর বাড়ি, উদ্দেশ্য করে বোমা ছোড়ার অভিযোগ।

নূর আহমেদ, মেমারি : ১৯ জুলাই পূর্ব বর্ধমান জেলার মেমারী থানার অন্তর্গত, মেমারি এক নম্বর ব্লকের, নিমো ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পারিজাত নগরে, ১৪০ নম্বর বুথের নির্দল প্রার্থীর, বাড়ির সামনে ঘটে বোমা ফাটার ঘটনা, অভিযোগ, নির্দল প্রার্থী মনিকা বৈরাগীর বাড়ির সামনে, বিজেপি বোমা ফাটায়,ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছাড়ায় এলাকায়। স্থানিয় সূত্রে জানা যায়, পারিজাত নগর প্রাইমারি স্কুলে, দুটি বুথ একই স্কুলে হয়, ১৪০ ও ১৪১। ঘটনার সূত্রপাত, ভোটের দিন, ১৪০নম্বর বুথের নির্দল প্রার্থী মনিকা বৈরাগী ও তার লোকজনদের সঙ্গে,—- ১৪১ নম্বর বুথে বিজেপির মধ্যে মারামারির ঘটনা ঘটে। প্রসঙ্গত, ভোটের দিন, ১৪১ নম্বর বুথের বিজেপি প্রার্থীর ভাইয়ের গলার হার ছিনিয়ে নেই,– ১৪০ নম্বর বুথের নির্দল প্রার্থী মনিকা বৈরাগীর স্বামী বলে, দাবি- ১৪১ নম্বর বুথের বিজেপি প্রার্থীর। অন্যদিকে, হার ছিনিয়ে নেওয়ার, দোষারোপ তুলে, বাড়ির সামনে বোম মারে বিজেপি, বলে অনুমান , নির্দল প্রার্থী মনিকা বৈরাগীর। ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ, এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়।