|
---|
সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় রক্ত পেল বিগত পাঁচ দিন ধরে রক্ত না পাওয়া এক রোগী । বহরমপুরের গীতারাম হসপিটালে চিকিৎসাধীন রোগী সোনালী পাঠক তার জরুরি রক্তের প্রয়োজনে জেলার বিভিন্ন ব্লাড সেন্টারের ঘুরে বেড়িয়ে রক্ত না পেয়ে তিনদিন পর রক্তের উদ্দেশ্যে রোগীর বাড়ির লোককে কলকাতা থেকে রক্ত কিনে আনতে হয় । কিন্তু তাতেও সুরাহা না হয়ে আবারো রক্তসন্ধানে সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের দারস্ত হয় এবং ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস সহ সদস্য মিঠুন দাস ও সুফিউদ্দিন শেখ এর বিশেষ সহযোগিতায় রক্তদাতা যুক্ত মন্ডল মনিগ্রাম পি. টি. সি. এল. -এ কর্মরত অবস্থায় তৎক্ষণা সাগরদিঘী ব্লাড সেন্টারে এসে স্বেচ্ছায় রক্তদান করেন ।