|
---|
সৌমেন ন্যায়বান, নতুন গতি, উস্থি:
গত ১৪ই ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে ঘটে যাওয়া জঙ্গী হামলায় নিহত বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ উস্তি থেকে মগরাহাট পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক মৌন মিছিলের আয়োজন করা হয়। মৌন মিছিলে উপস্থিত ছিলেন পঃবঃ সরকারের রাস্ট্র মন্ত্রী তথা মগরাহাট পশ্চিমের বিধায়ক জনাব গিয়াস উদ্দিন মোল্লা।
মিছিলে উপস্তিত ছিলেন দক্ষিন ২৪ পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি অনিরুদ্ধ হালদার(পার্থদা)। দক্ষিন ২৪ পরগনা জেলা পরিষদ সদস্যা
তন্দ্রা পুরকাইত দক্ষিন ২৪ পরগনা জেলা পরিষদ সদস্য
মুজিবর রহমান মোল্লা
সাথে তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মীবৃন্দ গণ। মৌন মিছিলের শেষে শহীদের শ্রদ্ধা জানিয়ে সম্পন্ন হয় অনুষ্ঠানটি