|
---|
মহঃ রিপন, মুরারই
বীরভূম জেলার পাইকার থানার নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েত কৃষক বন্ধু প্রকল্প ফরমের কাজ শুরু হয়। কৃষক বন্ধু সুবিধার জন্য নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ কৃষক বন্ধু কর্মীদের পঞ্চায়েত দপ্তরে এসে কাজ করার অনুরোধ জানায় যে কাজে সাড়া দেয় কৃষক বন্ধু কর্মীরা পঞ্চায়েত বিভাগের কাজ শুরু করে। কৃষক বন্ধুরা হাতের কাছে সুবিধা পেয়েছে অত্যন্ত খুশি এবং এর জন্য উনার ধন্যবাদ জ্ঞাপন করেছেন নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান নাজরিন সুলতানা কে। সামিউল আলম নামে এক কৃষক কথা আমরা অত্যন্ত খুশি হাতের কাছে এই সেবা পেয়েছি এবং সেই পরিকল্পনার জন্য প্রধানমন্ত্রীর অসংখ্য ধন্যবাদ। কৃষকদের জীবন নিশ্চিত করার জন্য তাদের জমি, তাদের ভবিষ্যৎ জীবন সুরক্ষিত করার জন্য বঙ্গার সরকার অ্যাসোসিয়েশন মডেল তৈরি করছে। 18 বছর থেকে 60 বছর পর্যন্ত কোন কৃষক বা খাত মজুর মারা যায়, সে স্বাভাবিক মৃত্যু হোক বা দুর্ঘটনা মৃত্যু হোক, তার পরিবার যাতে অসহায় না হয়, সেইজন্য আমাদের সরকার সেই কৃষক পরিবারকে দু লক্ষ টাকা দেবে । রাজ্যে প্রায় 7২ লক্ষ কৃষক ও খেট মজুর পরিবার আছে। এই প্রকল্পের নাম কৃষক বন্ধু। রাজ্য সরকার কৃষক দপ্তর থেকে এই টাকা দেবে। কৃষক জীবন একটি গ্যারান্টি দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পে প্রতি বছর রাজ্য সরকার যে কোন চাষের জন্য দুটো ক্ষেপণ একর প্রতি পাঁচ হাজার টাকা দেবে । এ রাজ্যে ছোট জমির পরিমাণ বেশি। জমি ছোট, একর অনুপেট টাকা পাবে। এই প্রকল্প টাকা জানুয়ারী থেকে হিসেব শুরু হবে, ফেব্রুয়ারি থেকে আবেদন করতে পারবেন। এই প্রকল্পেও সরকার কয়েক হাজার কোটি টাকা খরচ হবে। অন্যান্য জায়গায় খরচ কমিয়ে এই খরচ আমাদের চালানো হবে।এর আগে রাজ্য সরকার কৃষকদের খাজনা মুকুব করেছে