|
---|
রাহুল রায়,পূর্ব বর্ধমান:
২০ শে ফেব্রুয়ারী বুধবার বর্ধমান ইউনিভার্সিটি কর্মচারী সমিতির(I.N.T.T.U.C) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকোন দাস , বর্ধমান ইউনিভার্সিটি কর্মচারী সমিতির সভাপতি মহম্মদ মহসীন, সাধারণ সম্পাদক শ্যামা প্রাসাদ ব্যানার্জী , সহ সভাপতি সিতারাম সিং সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ l