|
---|
নিজস্ব সংবাদদাতা- বর্ষা এখনো সেভাবে শুরু হয়নি। বর্ষার সূচনা বৃষ্টিতেই মুরারইয়ের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কোথাও জল জমে বাড়িঘর দোকানপাটে ঢুকে পড়ছে। হাট বাজার, রাস্তা ও বিভিন্ন জনবসতি এলাকায় বর্ষার জল দাঁড়িয়ে থাকছে কয়েক ঘন্টা। এই জল জমার কারন হিসাবে নিকাশি ব্যবস্থাকে দূষছে সবাই। বুধবার খানিকক্ষণ বৃষ্টি হয়েছিল,তাতেই বিপত্তি। মুরারই থানার মহুরাপুর গ্রাম পঞ্চায়েত এর অন্তর্গত রতনপুর গ্রামের (বাঁশলই) পরিস্থিতি আরো খারাপ। রাস্তার উপরে জমে আছে এক হাঁটু জল। গ্রামবাসীদের অভিযোগ প্রায় 3-4 বছর হল নর্দমার সংস্কার করা হয়নি। স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ সবাই নাজেহাল এই বৃষ্টির জলে।
মুরারই-১ ব্লকের সভাপতি বিনয় কুমার ঘোষ জানান গ্রামের পাশ দিয়ে বড় রাস্তা তৈরি হয়েছে, রাস্তার দুই ধারে ড্রেন করা হয়েছে ঠিকই কিন্তু সেই গ্রামের জল ড্রেনে এসে পড়ছে না কারণ গ্রামটিতে বেশ নিচুতে অবস্থান করছে। গ্রামের লোকেরাও বর্তমানে বাড়ি ঘর তৈরি করছে কিন্তু জল নিকাশের জন্য পর্যাপ্ত জায়গা না ছাড়ার জন্য এই বিপত্তি। তবে তিনি জানান 8 লক্ষ টাকা এই গ্রামের জন্য জল নিকাশি ড্রেনের জন্য মঞ্জুর করা হয়েছে খুব শিঘ্রই আশা করছি কোন একটা সমাধান হবে ।