|
---|
ভিক্টর সেখ,নতুন গতি, মল্লারপুর:-বীরভূম জেলার মল্লারপুর থানার পুলিশের উদ্যোগে মল্লারপুর ,শিবপুর, গ্রামে অসহায়-দুঃস্থ মানুষ জনকে আজ আলু, চাল, সরষের তেল,সোয়াবিন বড়ি,মসুর ডাল,সাবান সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হলো।নির্দিষ্ট ভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে গ্রামের গরীব দুঃস্থ মানুষদেরকে প্রথমে হ্যান্ড স্যানিটারাইজার দিয়ে ও দূরত্ব বজায় রেখে গোল গোল দাগ এর উপর দাঁড়িয়ে ত্রাণ সামগ্রী একে একে নিয়ে গেলেন।
এই ত্রাণ সামগ্রী বিতরনে উপস্থিত ছিলেন এস.ডি.পি.ও সৌমজিৎ বড়ুয়া মহাশয়, ও ,ও.সি বৃকোদর সান্যাল মহাশয়, সি.আই বিজয় কুমার ঘোষ মহাশয়, সহ আরো প্রশাসনিক কর্তারা।