মালদার হবিবপুরে শান্তিপূর্ণ ভাবে হল উপনির্বাচন ভোট

 

    মালদা: মালদার হবিবপুরে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন বিধানসভার উপনির্বাচনে। শান্তিপূর্ণ ভোট দান প্রক্রিয়া চলছে ভোট গ্রহণ কেন্দ্র গুলিতে। লোকসভা ভোটের আগে হবিবপুরের বিধায়ক খগেন মুর্মু সিপিআই এম ছেড়ে বিজেপিতে যোগদান করে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন। নির্বাচন কমিশন এর সিদ্ধান্তে এই কেন্দ্রে উপনির্বাচনের ঘোষণা হয়। এই কেন্দ্রে চতুর্মুখী লড়াই দেখা যায়।

    B

    হবিবপুর ও বামনগোলা ব্লক নিয়ে গঠিত এই বিধানসভা কেন্দ্রটি৷ এই কেন্দ্রের মোট ২৪৭টি বুথ এর মধ্যে ১২১ টি ভোট গ্রহণ কেন্দ্র বামনগোলা ব্লকে। বাকি ১২৬ টি বুথ রয়েছে হবিবপুর ব্লকের এই বিধানসভা কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৪০ হাজার ৭১ জন৷ ১ লক্ষ ২১ হাজার ৪৫৯ জন পুরুষ ভোটার ও ১ লক্ষ ১৮ হাজার ৬০৫ জন মহিলা ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৭ জন। প্রায় প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এই উপনির্বাচনে। তাজপুর প্রাথমিক বিদ্যালয়ের ২০৮ নম্বর বুথকে আদর্শ ভোটদান কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে।
    এদিন সকাল থেকেই প্রায় প্রতিটি বুথে ভোটারদের লম্বা লাইন। তাপপ্রবাহ বেশি থাকায় ভোট দাতারা সকাল বেলাই বুথ মুখী হয় এদিন নতুন ভোটার দের মুখে হাসি ফোটে এক মাস পার হতে না হতে আবার ভোট দিতে পেরে।