সাংবাদিক ও নাট্যকর্মীদের ওপর বর্বরোচিত পাশবিক নিগ্রহের বিরুদ্ধে প্রতিবাদ বর্ধমানে

সেখ সামসুদ্দিন : ৯মার্চ, সাংবাদিক ও নাট্যকর্মীদের ওপর বর্বরোচিত পাশবিক নিগ্রহের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হল ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বর্ধমান শাখা। মধ্যপ্রদেশের বিধায়কের বিরুদ্ধে খবর করার অপরাধে সাংবাদিক এবং নাট্যকর্মীদের গ্রেপ্তার করে থানার মধ্যে প্রায় নগ্ন করে ১৮ ঘন্টা আটকে রাখে ঐ রাজ্যের পুলিশ। তাদের বিরুদ্ধে বিনা অনুমতিতে প্রবেশ, শান্তি ভঙ্গের মতো একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করা হয়। এই ঘটনার প্রতিবাদে পথে নামে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বর্ধমান জেলা শাখা। আজ বর্ধমান কার্জন গেটের সামনে এই ধিক্কার ও প্রতিবাদ সভায় সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। বাউল শিল্পী স্বপন দত্ত সংগীত ও বক্তব্যের মাধ্যমে মধ্যপ্রদেশের এই ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে তীব্র বিষেদগার করেন। সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী সঞ্জয় ঘোষ, কুনাল বক্সী, সাংবাদিক তারক নাথ রায়, জগন্নাথ ভৌমিক, আমিনুর রহমান, দেবব্রত চ্যাটার্জী, পিন্টু প্যাটেল প্রমুখ। এই সভার সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি স্বপন মুখার্জী। উপস্থিত ছিলেন সাংবাদিক সোমনাথ ভট্টাচার্য্য, অভিজিৎ সাহা, সদন সিনহা, পাপাই সরকার সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।