হরিশ্চন্দ্রপুরে পাগলা ষাঁড়ের তান্ডবে আহত পাঁচ

 

    হরিশ্চন্দ্রপুর, ১০ মে,মহ: নাজিম আক্তার : হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটায় পাগলা ষাঁড়ের তান্ডবে আহত পাঁচ-থেকে ছ’জন পথচারী। গুরুতর আহত দু’জনকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।ঘটনাটি ঘটেছে কাল দিনের বেলা।এদিন ষাঁড়টি একাধিক গোরু-ছাগলের পেট সিং দিয়ে চিরে দিয়েছে বলেও জানা যায়।এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আজ সকালে ষাঁড়টিকে শক্তল গ্রামের নিকট এক ইট ভাটায় মৃত অবস্থায় পরে থাকতে দেখে এলাকাবাসীদের অনুমান শনিবার মধ্যরাতে কে বা কারা পাগলা ষাঁড়টিকে ইঁট ও পাথর দিয়ে থেঁতলে মেরে ফেলেছে।

    জানা যায়, প্রায় আট বছর আগে তুলসীহাটা গ্রামের এক স্থানীয় বাসিন্দা মানত করে ষাঁড়টিকে এলাকায় ছেড়ে দেয়। তুলসীহাটা এলাকায় ঘুরে ফিরে থাকতো।বেশ কয়েকদিন আগে ষাঁড়টি পাগল হয়ে যায়। এলাকায় ছুটাছুটি করতে থাকে। গতকালকে শিশু সহ বেশ কয়েকজনকে ষাঁড়টি আহত করে। এলাকার মানুষ আতঙ্কে কাট হয়ে যায়। এমনিতেই লকডাউনে গৃহবন্দী তার উপর ষাঁড়ের তান্ডব। স্থানীয় লোকেরা বেশ কয়েকবার ধরে বেঁধে রাখার চেষ্টা করলে ব্যর্থ হয়ে যায়।

    আজ সকালে ষাঁড়টিকে ইঁট ভাটায় মরা অবস্থায় পরে থাকতে দেখে এলাকাবাসী এক স্বস্তির নিঃশ্বাস ফেলে।