|
---|
নিজস্ব প্রতিনিধিঃ গ্রীষ্মকালীন রক্তের খরা মেটাতে এবং মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে প্রতি শনিবার কলকাতা পুলিশের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় যার নাম রাখা হয়েছে উৎসর্গ| এই শনিবার টালা থানায় সংগঠিত হলো ৮৯৯ তম রক্তদান শিবির| এই রক্তদান শিবিরে দেখা গিয়েছে টালা থানার অন্তর্গত এলাকাবাসীর অনেকেরই স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে উৎসাহী| এই মহৎ কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন ডিসি নর্থ এন্ড নর্থ সাবার্বান ডিভিশন শ্রী দেবাশিস সরকার আইপিএস , অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাডমিন শ্রী দেবব্রত সরকার,অ্যাসিস্ট্যান্ট কমিশনার শ্রী জয়নাল আবেদীন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার শ্রী দেবাশীষ চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট কমিশনার শ্রী অসীম আলী, বিধায়িকা শ্রীমতী মালা সাহা, বোরো -১ এর চেয়ারম্যান শ্রী তরুণ সাহা,অধ্যক্ষ আর জি কর মেডিকেল কলেজ, বিখ্যাত ফুটবলার গৌতম সরকার, নর্থ এন্ড নর্থ সাবার্বান ডিভিশনের সমস্ত আধিকারিক এবং অতিরিক্ত আধিকারিক, ওসি টালা অরুন কুমার দে, অতিরিক্ত ওসি সুরজিৎ ব্যানার্জী,বিখ্যাত সমাজসেবী বিকাশ জয়সয়াল ,মানবাধিকার কর্মী তীর্থঙ্কর মুখার্জী, বিখ্যাত ফুটবল ব্যাক্তিত্ব মৃদুল ব্যানার্জী, বিকাশ কুমার সিংহ এবং আরো অনেক বিশিষ্ট ব্যাক্তিত্ব | এই মহৎ কর্মযজ্ঞের কারিগর ওসি টালা অরুণ বাবু বলেন রক্তদান মহৎ দান, মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে এবং কলকাতা পুলিশের রক্তদান শিবিরের এই উদ্যোগকে সফলতার দিকে আরো এক ধাপ এগিয়ে দিতে তার থানার উদ্যোগে এই রক্তদান শিবির|এলাকার ৭০ জন মানুষ এই রক্তদান শিবিরে সতস্ফুর্ত রক্তদান করেন |