রক্ত সংকট মেটাতে ক্লাবের বিশেষ উদ্যোগ, বীরভূমে গোবড়া নিউ স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির

মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: রাজনগর ব্লকের গাংমুড়ি জয়পুর অঞ্চলের গোবড়া নিউ স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগ ও পরিচালনায় আজ সোমবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ সিউড়ি সদর হাসপাতাল থেকে আগত মেডিক্যাল টিম এক্ষেত্রে বিশেষ সাহায্য সহযোগিতা করে৷ অসংখ্য যুবক ও সাধারণ মানুষ এগিয়ে এসে শিবিরে স্বেচ্ছায় এদিন রক্ত দান করেন বলে জানান ক্লাব প্রতিনিধি তথা আয়োজকরা৷

    ক্লাবের সম্পাদক সেখ সুবেরাজ, সভাপতি সেখ ইয়ার হোসেন, সহ সভাপতি মোহন খান, কোষাধ্যক্ষ সেখ ইসলাম সহ অন্যান্য সদস্যরা বিশেষভাবে এদিন ব্যস্ত ও তৎপর ছিলেন৷ আয়োজকরা জানান, রক্তদান একটি মহৎ কাজ৷ বহু মূমূর্ষু রোগীর প্রাণ রক্ষার ক্ষেত্রে তা সহায়ক ভূমিকা নেয়৷ তাছাড়া অনেক সময় রক্তের সংকটও দেখা যায়৷ যুব সমাজকে রক্ত দানে অনুপ্রাণিত করাও আমাদের লক্ষ্য৷ এর মাধ্যমে রক্তের সংকট কাটানো কিছুটা হলেও সম্ভব৷ আরও অনেক ক্লাব, সংগঠন বা সংস্থাকে এই ধরণের উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করছেন অনেকে৷ ক্লাব কর্তৃপক্ষ আরও জানান, আগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবর উক্ত ক্লাবের পরিচালনায় তিনদিনের আকর্ষণীয় ফুটবল প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে গোবড়া ময়দানে৷ সকলের উপস্থিতি ও সহযোগিতা প্রার্থনা করেন তাঁরা৷ রক্তদান শিবিরে বহু বিশিষ্ট মানুষ উপস্থিত থেকে তাঁদের উৎসাহিত করেন৷ কিছুক্ষণের জন্য হাজির হন রাজনগর থানার অন্যতম আধিকারিক সন্তোষ কুমার জানা সহ পুলিশ কর্মীরা৷ এলাকাবাসী ক্লাব প্রতিনিধিদের এমন শুভ উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন৷