|
---|
সংবাদদাতা : “ইয়াসে” ক্ষতিগ্রস্তদের ফ্রী চিকিৎসা ও ঔষধ বিতরণের উদ্দেশ্যে হিরা লাইফ মেডিসিন মলের মেডিকেল টিম, স্বেচ্ছাসেবী সংগঠন সিরাত সোস্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের সহযোগিতায়
ইয়াস ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত এলাকার মধ্যে অন্যতম এলাকা হলো সন্দেশখালি। সেই এলাকার রামপুর, ঝুপখালি, সামন্তপাড়া, সরদার পাড়া এবং পাচুঁ মোল্লার মোড় সংলগ্ন এলাকার মানুষদের পাশে রামপুর মুসলিমিয়া জুনিয়র হাই মাদ্রাসার ঈদগাহ প্রাঙ্গণে পৌঁছে যায়। মেডিসিন মলের কর্ণধর মোঃ কুতুবউদ্দিন মোল্লা বলেন, এদিন আমরা প্রায় তিনশো আবাল বৃদ্ধ বনিতা মানুষকে চিকিৎসা করি ও বিনামূল্যে ঔষধ বিতরণ করি। আমাদের ডাক্তার ও মেডিসিন পর্যাপ্ত ছিলো আমরা কাউকে ফেরায়নি।সকলে যথেষ্ট উল্লেখযোগ্য পরিষেবা পেয়েছে। তবে মানুষের চাহিদা প্রচুর, আমরা আবারও এই এলাকার ভূমি পুত্র সিরাত সম্পাদক শিক্ষক আবু সিদ্দিক খানের সাথে যোগাযোগ করে আসবো। এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসা ঔষধ দিতে পেরে আমরা আনন্দিত।
এদিন হাজি আতর আলি সাহেব প্রত্যেককে পানীয়জল ২ লিটার ও ৫ লিটার মিনারেল ওয়াটারের জার দেন। এদিন উপস্থিত ছিলেন সিরাতের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খান, ডাঃ মোঃ রাকিব মোল্লা সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী আজগার খান, আলহাজ্ব আব্বাস আলি খান, নুরইসলাম ঘোরামী, সুন্নত মোল্লা প্রমুখ।
সিরাত সম্পাদক আবু সিদ্দিক খান বলেন, মেডিকেল টিমের গাড়ি গ্রামে ঢুকলে মানুষ হুড়োহুড়ি করে লাইনে দাঁড়িয়ে পড়ে। তখন বুঝলাম মানুষ চিকিৎসা পাওয়ার জন্য উৎসুক হয়ে আছে। এলাকার মানুষ বড়ই কষ্টে আছে এরকম একটা প্লাটফর্ম দরকার ছিল। আমরা সিরাত পরিবার হিরা লাইফ মেডিসিন মলের সমস্ত সদস্যকে কৃতজ্ঞতা প্রকাশ করি যে ঠিক সময়ে ঠিক জায়গায় এসে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। আমরা নিশ্চিতভাবে মনে এটা সাদাকায়ে জারিয়া মুলক কাজ। এর উত্তম প্রতিদান নিশ্চিত মহান সৃষ্টি কর্তা দেবেন।
এছাড়া তিনি সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে এই ‘ইয়াস’ দুর্গতদের পাশে থাকার জন্য সামর্থ অনুযায়ী এগিয়ে আসার আহবান জানান পাশাপাশি সরকারেরও দৃষ্টি আকর্ষণ করেন, যাতে কংক্রিটের নদী বাঁধ নির্মাণ হয়।