|
---|
নিজস্ব প্রতিনিধি; কাঁথিঃ
গত পরশু বোগা – হাওড়া বাস চালক খোকন মণ্ডল(৫০) বাস চালানোর সময় হাওড়ার কোনাতে অসাবধানতাবশত এক ট্যাঙ্কারের পেছনে ধাক্কা দেয়। বাসটিকে পুলিশ আটক করলেও বুকে আঘাত লাগা যন্ত্রণা নিয়ে বাড়ি ফেরেন খোকন বাবু।
গত সন্ধ্যায় বুকের যন্ত্রণা বেড়ে যাওয়ার কারণে বাস চালক খোকন মণ্ডলকে স্থানীয় হেঁড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ খোকন মণ্ডলের মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। খোকন বাবুর মৃত্যু শোকে হেঁড়িয়া থেকে বোগা-খেজুরি রোডে আজ সকাল থেকে সমস্ত যান চলাচল বন্ধ রাখে বিভিন্ন যাত্রী বাহি গাড়ির মালিক ও শ্রমিক ইউনিয়ন। বাস চালক খোকন মণ্ডলের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার হেঁড়িয় এলাকায় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।