৩১শে জানুয়ারী পূর্ব বর্ধমানের ভাতার ব্লকে পশ্চিমবঙ্গ কিসান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি গঠন

রাহুল রায়, পূর্ব বর্ধমান:

    ৩১শে জানুয়ারী পূর্ব বর্ধমানের ভাতার ব্লকে পশ্চিমবঙ্গ কিসান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি গঠন হলো। এই কমিটিতে রয়েছে ৬০ জন সদস্য। ভাতার ব্লক এ ১৪ টি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে ৪ জন সদস্য নির্বাচিত হয়। প্রত্যেকটি অঞ্চল থেকে ১ জন করে অঞ্চল সভাপতি থাকবেন সঙ্গে থাকবেন ৩ জন সদস্য। এবং ১ জন ব্লক সভাপতি রয়েছেন এই নতুন কমিটিতে। জেলায় রয়েছেন ৪ জন সদস্য। ভাতার ব্লকের পশ্চিমবঙ্গ কিসান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন অশোক সামন্ত। জেলার ৪ জন সদস্য হলেন নিত্যানন্দ হাজরা , রনজিৎ দে, শ্রীরূপ গোস্বামী ও অশোক সামন্ত। নতুন কমিটি গঠন হলো ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়। সভাপতি অশোক সামন্ত জানান এই কমিটি গঠন হওয়ার ফলে কৃষকরা সঠিকভাবে সমস্ত পরিষেবা পাবেন ।বিগত দিনে এরকম কমিটি ছিল না।