অভিনব কায়দায় চলছে কাঠ পাচার

নিজস্ব সংবাদদাতা: অভিনব কায়দায় চলছে কাঠ পাচার। ধরে ফেলল বন দপ্তরের কর্মীরা।পাচারকারীরা কখনো কাঁচের বোতলের নিচে,কখনো বা বাঁশের নিচে। এবার সিমেন্টের বস্তার নিচ থেকে উদ্ধার হল লক্ষাধিক টাকার অবৈধ বার্মাটিক কাঠ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য ফেল বৈকন্ঠপুর ফরেস্ট ডিভিশনের বেলাকোবা বন দপ্তর। মঙ্গলবার ভোরে পাচারের আগেই উদ্ধার হয় ২০ লক্ষ টাকার অবৈধ বার্মাটিক কাঠ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে সোমবার ভোর রাতে শিলিগুড়ি জলপাইগুড়ি ৩১ নং জাতীয় সড়কের করোতোয়া এলাকা থেকে একটি সিমেন্ট বোঝাই ১৪ চাকার লরি আটক করে বনদপ্তরের কর্মীরা। সিমেন্টের বস্তা সরাতেই বেরিয়ে আসে লক্ষাধিক টাকার অবৈধ বার্মাটিক কাঠ।এই ঘটনায় গাড়ির চালক আসারুল মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে মেঘালয় থেকে কলকাতায় কাঠ পাচারের উদ্দেশ্যে এসেছিল ওই লরিটি।লরিটি থেকে বেশ কিছু পুরানো আসবাবও উদ্ধার করে বন দপ্তরের আধিকারিকেরা। ধৃত ড্রাইভারকে জিঞ্জাসাবাদ করে জানা গেছে সে আগেও এইভাবে কাঠ পাচারের সঙ্গে জড়িত ছিল।