|
---|
নিজস্ব সংবাদদাতা : ১৯জুলাই, মঙ্গলবার, বর্ধমান শহরে, পশ্চিমবঙ্গ সরকারের ওয়াকফ বোর্ড এর এক উচ্চ ক্ষমতা সম্পন্ন পরিদর্শক কমিটি,”ছোটনীলপুর হযরত মানিকপীর সমাজ বিকাশ কেন্দ্র”র পরিচালিত ছাত্রাবাস” হযরত বয়েজ হোস্টেল “পরিদর্শন করেন। এই পরিদর্শনে সংখ্যালঘু দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন Nurul Amin Khan (Zonal Officer, Boards of Wuqaf WB, Md Yasin(O .A . Board’s of Wuqaf WB), Sri Goutam Mondol (S A E. B of Wuqaf), Manjarul Islam Khan ( Inspector of Wuqaf,Burdwan DOMA office)। সংস্থার সাধারণ সম্পাদক শেখ মনোয়ার হোসেন জানালেন যে পশ্চিমবাংলায় ওয়াকফ বোর্ডের অধীনে প্রায় ১৯টি হোস্টেল আছে। তার মধ্যে বর্ধমানে একটি গার্লস হোস্টেল ও আছে। বর্ধমানে একটি বিশ্ব বিদ্যালয়,দুটি ডিগ্রি কলেজ, পাশাপাশি আরও চারটি ডিগ্রি কলেজ, মেডিকেল কলেজ, ল কলেজ, হোমিও কলেজ, ফি জিওথ্যারাফি কলেজ, এগ্রিকালচার কলেজ, নার্সিং কলেজ, বি এড কলেজ,ইত্যাদি অনেক কলেজ, ও অনেক উচ্চমাধ্যমিক স্কুল আছে। কিন্তু মুসলিম ছাত্র দের পড়াশোনার জন্য থাকার খুবই অসুবিধা হয়, “হযরত মানিক পীর বয়েজ হোস্টেল” (এনজিও) ২০১৪ সাল থেকে পরিষেবা দিয়ে আসছে।অতিমারি কারণে দু বছর সংস্থা কে পঙ্গু করেদেয়। অর্থিক ক্ষতির সম্মুখীন হই। স্টাফদের ভাতা প্রদান করতে অসুবিধা হওয়ায়, আমরা ওয়াকফ বোর্ডের কাছে, স্টাফদের ভাতা প্রদান করার জন্য আবেদন করি। ওয়াকফ বোর্ডের সঙ্গে যৌথ ভাবে পরিচালনার জন্য আবেদন করি। আজ পরিদর্শন হলো। ওয়াকফ বোর্ড স্টাফ দের ভাতা প্রদান করলে, আবাসিকদের খরচা অনেকটা কমে যাবে।