কোরআনের আলো ফাউন্ডেশনের পুরষ্কার প্রদান হাওড়ার শরৎ সদনে।

সংবাদদাতা : কোরআনের আলো ফাউন্ডেশন আয়োজিত হাওড়া ময়দান শরৎ সদনে গ্রান্ড ফাইনালে ছাত্রদের অসাধারণ পারফরম্যান্স ছিল। কয়েক হাজার শ্রোতাদের মুগ্ধ করেছে। গর্বিত করেছে পিতামাতা ও শিক্ষকদের। এদিন উপস্থিত ছিলেন গুজরাটের আন্তর্জাতিক হুফফাজে কুরআন ক্বারি বিসমিল্লাহ, ক্বারি সানাউল্লাহ, বাংলাদেশ পি.এইচ.পি কোরআনের চেয়ারম্যান শায়েখ হজরত ক্বারি আব্দুল হক হাফিজাহুল্লাহ, পি.এইচ.পি কোরআনের ডাইরেক্টর ক্বারি আবু ইউসুফ, কোরআনের আলো ফাউন্ডেশনের সভাপতি জনাব মুফতি মোমতাজ, ক্বারি সালাউদ্দিন, ক্বারি রুহুল আমিন, ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী, পুবের কলমের আহমেদ হাসান ইমরান, মাওলানা মনজুর আলম, সিরাতের রাজ্য সম্পাদক ও শিক্ষক আবু সিদ্দিক খান প্রমুখ। এদিন প্রথম স্থান অধিকারীকে সংস্থার পক্ষ থেকে ১ লাখ টাকা ও গিফট, ২য় স্থান অধিকারী ৫০ হাজার, ৩য় স্থান অধিকারীকে ২৫ হাজার বাকী ৫ জনকে ১০ হাজার, ৫ হাজার, ২হাজার টাকা করে পুরষ্কার প্রদান করা হয়। সকলে কোরআনের এই খেদমত ও ছাত্রদের উতসাহ দেওয়ার জন্য সংস্থাকে সাধুবাদ দেন।ক্বারি বিসমিল্লাহ সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠান হলে কোরআন প্রেমীদের উপচে পড়া ভীড় ছিল চোখে পড়ারমতো।