দস্তুরহাটে স্বাস্থ্য সচেতনতা শিবির

রহমতুল্লাহ, সাগরদিঘী : ২১ শে জুন 2020 রবিবার মুর্শিদাবাদের সাগরদিঘীর দস্তুরহাট হোসেন আলি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল স্বাস্থ্য সচেতনতা শিবির কর্ণসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যগে । উক্ত শিবিরে সভাপতির আসন অলংকৃত করেন ফজল বারী সদস্য সাগরদিঘী পঞ্চায়েত সমিতী , প্রধান অতিথি উপস্থিত ছিলেন সমাজ সেবী মতিউর রহমান মহাশয় – কর্ণসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটি, বিশেষ অতিথিদের মধ্যে মহঃ মুস্তফা শেখ প্রেসিডেন্ট ইউনিভারস্যাল ব্রাদারহুড ইসলামিক অরগানাইজেশন,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া , সাহিন হোসেন সাংবাদিক পুবের কলম, পাপিয়া মন্ডল, রহমতুল্লাহ সাংবাদিক সমাজ বার্তা, সালাহুদ্দিন, মাকারুল শেখ প্রমুখ। উক্ত শিবির স্যনেটাইজার, মাক্স ব্যবহারের মধ্যে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে দুপুর ১২টা নাগাদ শুরু হয় এবং বৈকাল ৪ টা নাগাদ সুসম্পন্ন ভাবে পরিসমাপ্ত ঘটে।উপস্থিত ছিলেন এলাকার অনেক যুবক-যুবতী বৃদ্ধ শিশু ও নির্মাণকর্মী অর্থাৎ মজুর শ্রেণীর লোক। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া মহাশয়।