বাংলা সংস্কৃতি মঞ্চের উদ্যোগে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চক্ষু পরীক্ষা শিবিরের মধ্য দিয়ে পালিত হলো স্বাধীনতা দিবস

নতুন গতি, ওয়েব ডেস্ক : বাংলা সংস্কৃতি মঞ্চের উদ্যোগে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার 167 টি ইউনিটের উন্নততর দেশ গঠনের ডাক দিয়ে শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হল। বাংলা সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে মালদা, বীরভূম জেলাতে চক্ষু পরীক্ষা শিবির করা হয়। এছাড়াও প্রতিটি ইউনিটে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রতিলিপি বিতরণ, বাচ্চাদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

    বাংলা সংস্কৃতি মঞ্চের রাজ্য সভাপতি অধ্যাপক সামিরুল ইসলাম বলেন- আজকে আমরা পশ্চিমবঙ্গের বারোটি জেলাতে উন্নততর দেশ গঠনের শপথ গ্রহণের দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করি, ভারতীয়দের দীর্ঘ সংগ্রামের পর ব্রিটিশ সরকারকে উৎখাত করে আমরা স্বাধীনতা লাভ করি তবে স্বাধীনতা আমাদেরকে যে মৌলিক অধিকার দিয়েছে এখনো আমরা সেই মৌলিক অধিকার বুঝে উঠতে পারিনি। আমরা আমাদের সাংবিধানিক অধিকারের জন্য সচেষ্ট থাকব। শান্তি ও সম্প্রীতির ভারতবর্ষকে যারা ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও আমরা।