স্বাধীনতা দিবস পালনে এক অভিনব উদ্যোগ মগরাহাট ১নং ব্লকের বাণেশ্বরপুর হসপিটালে

সামসুর রহমান, উস্থি : আজ দেশ ৭৫তম স্বাধীনতা দিবসে সর্বত্র স্বমহিমায় মেতে উঠেছে । বহু স্থানে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভিন্ন রাজনৈতিক দল ও বহু অরাজনৈতিক স্চ্ছোসেবী সংগঠন আজ ১৫ই আগস্ট উপলক্ষে একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছে। কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সেজে উঠেছে বহু এলাকা,কোথাও রাজনৈতিক ভাবে দলবলের হিড়িক,আবার কোথাও যুবক ছেলে দের ঘুরতে বের হওয়া ও হই হট্টগোল ।

    এমন নানাবিধ কর্মসূচির মাঝে লকডাউন ও করোনা কালীন পরিস্থিতিকে মাথায় রেখে এক অভিনব উদ্যোগ দেখা যায় মগরাহাট ১ নং ব্লক অর্থাৎ উস্থি থানার মধ্যে অবস্থিত বাণেশ্বরপুর হসপিটালে ।জেলা পরিষদের সদস্যা সঙ্গীতা হালদার, আখতার হোসেন, আবুল হাসান মন্ডল ও অন্যান্য বহু রাজনৈতিক নেতৃত্ব ও অরাজনৈতিক সমাজসেবীদের যৌথ উদ্যোগে এদিন হসপিটালের সমস্ত মহিলা ও পুরুষ রোগী,ডাক্তার, নার্স সহ সকল স্টাফদের হাতে একটি করে গোলাপ ফুল, মাস্ক ও বেশ কিছু ফল তুলে দিলেন ।

    এ বিষয়ে জানতে চাওয়া হলে অনুষ্ঠানের পরিচালক অর্থাৎ আখতার হোসেন বাবু “সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নায়ʼʼ এই কথা উল্লেখ করে বলেন যে বিপদের সময় মানুষের পাশে থেকে ভালো মন্দের খবরাখবর রাখাটা আমাদের নৈতিক কর্তব্য ।তাই এই শুভ দিনে আমরা এমন উদ্যোগ নিয়েছি ।