টোটোচালকের স্বাধীনতাদিবস পালন।

সুফি রফিক-উল ইসলাম, মেমারি :পূর্ব বর্ধমান
মেমারি কৃষ্ঞবাজার,হাটপুকুর এলাকার এক টোটোচালক অমরজিৎ রায় স্বাধীনতাদিবস পালন করে চলেছেন এক নিরলস অসাধ্যসাধন এর মধ্য দিয়ে।১৯৯৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত নিরবচ্ছিন্ন ভাবে তিনিখুদে শিশুদের ২০০ জনকে খাতা,পেন,প্রদান করার পাশাপাশি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে থাকেন ।এছাড়া দুঃস্ত মহিলা দশজনকে এবং দুঃস্ত পুরুষ দশজনকে শাড়ী ও লুঙ্গি প্রদান করে থাকেন।এছাড়া প্রায় ৪০০ জনের লুচি ,আলুরদম ভোজনের ব্যবস্থা করে থাকেন। গান্ধীজীর ভক্ত অমরজিৎ বাবুর এই প্রশংসনীয় প্রয়াস অবশ্যই সাধুবাদযোগ্য।কোন ক্লাব নয়,কোন সংস্থা নয় একক প্রয়াসে গুটিকয়েক শুভানুধ্যায়ীর সহযোগিতা এবং রোহিতকুমার সাউ, মেনু শেঠ এর মতো কয়েকজন অতিউৎসাহী তরুনের সার্বিক সহযোগিতায় এই সুন্দর প্রয়াস সফলভাবে সংগঠিত করে থাকেন।শুধুমাত্র ১৫ আগষ্ট নয়, ২৬ জানুয়ারিও তিনি এই সুন্দর প্রয়াসে ব্রতী হয়ে থাকেন।এবছর অবশ্য তিনি মাস্ক প্রদানেরও ব্যবস্থা করেছিলেন। তাঁর এই প্রয়াস দীর্ঘজীবি হোক।