মালদহের ঐতিহ্যবাহী চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশনে জেলার প্রথম জাতীয় সেবা প্রকল্প কক্ষের উদ্বোদন

উজির আলী,চাঁচলঃ ২৪ সেপ্টেম্বর

    বৃহস্পতিবার মালদহের চাঁচলের ঐতিহ্য মন্ডিত বিদ‍্যালয় চাঁচল সিদ্ধেশ্বরী ইন্স টিটিউশনে
    চাঁচল বিধানসভার বিধায়ক আসিফ মেহবুবের বিইইউপি তহবিলের তিন লক্ষ টাকার অনুদানে জাতীয় সেবা প্রকল্পের দুটি কক্ষের দ্বারোৎঘাটন করা হলো।
    ফিতে কেটে এই উদ্ধোদনী অনুষ্ঠানের সূচনা করেন চাঁচলের বিধায়ক আসিফ মেহবুব।

    ফিতে কেটে কক্ষ উদ্বোদন করছেন চাঁচলের বিধায়ক আসিফ মেহবুব

    এছাড়াও এদিন উপস্থিত হয়েছিলেন চাঁচল ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সমীরণ ভট্টাচার্য্য, চাঁচল থানার আই.সি সুকুমার ঘোষ, বিদ‍্যালয়ের পরিচালন সমিতির সভাপতি দেবজিৎ রায় চৌধুরী, জাতীয় সেবা প্রকল্পের আধিকারিক পার্থ চক্রবর্তী সহ বিদ‍্যালয়ের এনএস ইউনিটের ছাত্রছাত্রীরা।

    অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নিজেদের বক্তব‍্যের মাধ‍্যমে জাতীয় সেবা প্রকল্পের উদ্দেশ‍্য ও আদর্শ তুলে ধরেন এদিন।

    বিদ‍্যালয়ের তৃতীয় তলায় স্বামী বিবেকানন্দ ও ভগিনী নিবেদিতা নামকরনে দুটি কক্ষ উদ্বোধন করা হয়েছে বিদ‍্যালয় সূত্রে জানা গেছে।

    এপ্রসঙ্গে চাঁচল ৪৫ নং বিধানসভার বিধায়ক আসিফ মেহবুব বলেন,
    বিদ‍্যালয়ের ছাত্রছাত্রীদের সুবিধার্থে ও দূরদূরান্তের পড়ুয়াদের বিশ্রামের জন‍্য  ২০১৭-২০১৮ অর্থ বর্ষের বিইইউপি তহবিল থেকে তিন লক্ষ বরাদ্দে এই কক্ষ দুটি নির্মান করা হয়েছে।

    উদ্বোধনের আহ্বায়ক তথা বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আসরারুল হক নিজের বিদ‍্যালয়ে বিধায়কের এমন সাহায্য পেয়ে আপ্লুত এবং বিধায়ককে ধন‍্যাবাদজ্ঞাপন করেছেন।
    তিনি বলেন, দেড় বছরেই এই দুটি কক্ষের নির্মান কার্য সম্পন্ন হলো।
    বিদ‍্যালয় সূত্রে খবর, মালদা জেলার প্রথম বিদ‍্যালয় হিসেবে চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশনে জাতীয় সেবা প্রকল্পের কক্ষ নির্মান করা  হলো।