বাড়িতে খননকার্য চলার গুপ্তধন ধনের হদিশ

 

    অতনু ঘোষ,নতুন গতি, পূর্ব বর্ধমান : শতাব্দী প্রাচীন একটি বাড়ির উঠোন খোড়াখুড়ির কাজ চলার সময় সেখানে মাটির তলা থেকে একটি পিতলের ঘটি পাওয়া যাওয়ায় মিলল গুপ্তধনের হাদিস | ঘটনাটির কালনার পূর্বস্থলীর হামিদপুর মন্ডলপাড়া গ্রামে |
    ততক্ষণে কাতারে কাতারে মানুষ ভিড় করে ওই বাড়িতে | এই প্রশ্ন বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়েছিল আশেপাশের গ্রামে। মুখে মুখে রটে গেল, গুপ্তধনের কথা |
    পিলপিল করে ছুটে আসতে থাকেন মানুষ | যদি শিকে ছেঁড়ে, যদি পাওয়া যায় কয়েকটা মোহর!
    এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই গ্রামে | খবর পেয়ে ঘটনাস্থলে যায় পূর্বস্থলী থানা পুলিশ |
    উদ্ধার করা হয় গুপ্তধন ভর্তি ওই পিতলের ঘটিকে |
    ওই ঘটি থেকে উদ্ধার হয় ৩৪ টি বড় ও তিনটি ছোট প্রাচীন রুপোর মুদ্রা | উদ্ধার হওয়া মুদ্রা গুলি ১৯০১ ও ১৯১৮ সালের পুরনো মুদ্রা |
    এখন বর্তমানে মুদ্রাটা মালিক সাজিদুল সেখ | তার বাড়ি খনন করার সময়ে মুদ্রাটি উদ্ধার হয |
    এ প্রাচীন বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরির পরিকল্পনা ছিল সাজিদুলের | সেই সময় রাজমিস্ত্রি ওই খনন কাজ করার সময় উদ্ধার হয় প্রাচীন মুদ্রা গুগলি | তবে এই মুহূর্তে পুলিশের তত্ত্বাবধানে খনন কার্য বন্ধ রয়েছে এবং পুলিশ বাড়িটিকে ঘিরে রেখেছে ||