|
---|
বিশেষ প্রতিনিধি : ২১শে মার্চ ২০২৪, দুপুর দুটো থেকে বিকাল চারটে পর্যন্ত রওশন আলী মল্লিক মেমোরিয়াল জুনিয়ার হাই মাদ্রাসায় অভিভাবক-অভিভাবিকাদের নিয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুভ সূচনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষিকা আরিফা মল্লিক। এই মাদ্রাসার মূলত পিছিয়েপড়া শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা এবং মোবাইল অ্যাডিকশন এর কথা তুলে ধরেন অভিভাবক-অভিভাবিকারা। ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা থেকে কিভাবে বের করা যায় সে বিষয়ে সুচিন্তিত বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা। প্রতিষ্ঠানের সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক নৌশাদ মল্লিক, এলাকার পিছিয়েপড়া শ্রেণীর ছাত্র-ছাত্রীদের শিক্ষার মূল স্রোতে আনার প্রয়োজনেই তাঁর এই ‘প্রতিষ্ঠান তৈরী’ ভাবনার কথা তাঁর বক্তব্যে তুলে ধরেন।
সভায় অভিভাবক অভিভাবিকাদের উৎসাহ ও উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো। তাঁরা এই ধরনের আলোচনা প্রতিমাসেই করার কথা বলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার বিশিষ্ট শিক্ষক শেখ সিরাজুল ইসলাম।