অসহায় মানুষের পাশে ‘মানবতা’

সংবাদদাতা : ৫ ডিসেম্বর রাতে শহর কলকাতা যখন গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক তখন ‘মানবতা’ নামক এক সেচ্ছাসেবী সংস্থার সদস্যদের শহরের পথে পথে খুঁজে বেড়াতে দেখা যায় অসহায়দের। যারা শহরের ফুটপাত,ওভারব্রীজ, সাবওয়েতে রাত্রি যাপন করা অসহায়দের মধ্যে যাদের শীতের নুন্যতম পোাাশাক ব্যাবহারে অপারগ, ফলত যারা শীতবস্ত্র ছাড়াই শীতকে সঙ্গী করে রাত্রি যাপন করতে বাধ্য হচ্ছে এমন মানুষদের খুঁজে খুঁজে তাদেকে উপহার দেয় শীতবস্ত্র হিসাবে কম্বল। এমন কার্যক্রম তারা তারা চালায় শিয়ালদহ,পার্কসার্কাস,ধর্মতলা চত্বরে। পাশাপাশি এদিন ডেঙ্গু সচেতন বার্তা প্রচারের স্বার্থে শহরের তিনটি হাসপাতাল এসএসকেএম, এন আর এস, ও ন্যাশনাল মেডিকেল কলেজ চত্বরে রাত্রি যাপন কারী রোগীর আত্মীয়দের মধ্যে মশারী বিতরণ করে এবং ডেঙ্গু সম্পর্কে সচেতনতা প্রচার করে। যেগুলো মানবতার একদল সদস্য দ্বারা সম্পন্ন হয় যারা বিভিন্ন মেডিকেল কলেজে পাঠরত এম বি বি এস ছাত্র,নার্স ও ডাক্তার। এদিন ১৫০ পিস কম্বল ও ১৫০ পিস মশারি বিতরণ করা হয়।


    এই অভিনব উদ্যোগের বিষয়ে জানতে চাওয়ায়, মানবতার সাধারণ সম্পাদক জানান সঠিক মানুষকে সঠিক উপহার পৌঁছে দিতেই আমরা রাতকে বেছে নিয়েছি এবং খুঁজে খুঁজে তাদেরকে প্রদান করছি। এদিন মানবতার সমস্ত সদস্যদের স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো।
    উপস্থিত ছিল মানবতার সাধারন সম্পাদক জুলফিকার আলি পিয়াদা।ডাক্তার জুলকার নাঈম, এসএসকেএম এর জাফরিয়াব পিয়াদা, বাপন লস্ক, কেপিসি মেডিকেল কলেজের দেবাঞ্জন চক্রবর্তী, নার্স পারলি সেখআর আহমেদ ডেন্টাল কলেজের মোঃ আমানুল্লা, নদীয়ার কল্যানীর মোঃ শাকিল আহামেদ অন্যান্যরা।
    প্রসঙ্গত উল্লেখ্য ‘মানবতা’ নামক স্বেচ্ছাসেবী সংস্থাটি ২০২২ সালে পথচলা শুরু করে। সংস্থাটি শিক্ষা, স্বাস্থ্য, ও অন্যান্য সামাজিক দায়বদ্ধতা স্বীকার করে মানুষের পাশে থাকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই কম্বল -মশারী বিতরণ অনুষ্ঠানটি তারই একটা অংশ।