রোপন হওয়া আলু জমি এই মুহূর্তে জলের তলায় মেমারিতে

নূর আহমেদ, মেমারি : ৭ ডিসেম্বর,সর্বনাশা মিগজাউমের হাত থেকে রক্ষা পেল না দক্ষিণবঙ্গ। আর তেমনটাই ধরা পড়েছে আমাদের ক্যামেরায় মেমারি দু’নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা রোপন হওয়া আলু জমি এই মুহূর্তে জলের তলায়। চিন্তার ভাজ চাষীর কপালে। মূলত চাষীরা এমনটাই দাবি করেন ব্যাংক থেকে ঋণ মহাজনের থেকে ঋণ নিয়ে চাষ করা চাষী ভাইয়েরা কিভাবে ঋণের টাকা পরিশোধ করবেন বা কিভাবেই বা তারা জীবন যাপন করবেন কারণ এই আলু চাষে খরচ যে মোটা অংকের বিঘা পতি আনুমানিক ৩৫ হাজার টাকা কাছাকাছি এনি দুশ্চিন্তায় পশ্চিমবাংলার কৃষক মহল।তাই আজ ভালো নেই চাষী ভাই যেমনটা আমরা দেখি বৃষ্টি হবার আগে মেঘ ভার করে থাকে আরে ক্ষেত্রে আমরা দেখছি বৃষ্টি হবার পরে মেঘের সাথে সাথে চাষী ভাইয়েরও মন ভার হয়েছে দুচোখে জল ছল ছল করছে আজজে অন্নদাতা অসহায় বিপন্নতার ছোঁয়া আজ অন্নদাতার ঘরে।