|
---|
সেখ আব্দুল আজিম, চন্ডীতলা হুগলী : জানা গিয়েছে হুগলির চন্ডীতলা থানা এলাকার আজবনগর গ্রামের এক মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে জগদীশপুরের বাসিন্দা আশরফ আলি নামে এক যুবকের সাথে। প্রেমের সুত্রপাত, বিয়ের প্রস্তাব নিয়ে পারিবারিক রিতি অনুযায়ী ওই মহিলাকে দেখতে গিয়েছিলেন ওই যুবক, তাকে পছন্দ না হওয়ায় বিয়ের প্রস্তাব খারিজ করে দেয় ওই মহিলার পরিবার, তারপরও কোনোরকম ভাবে ওই যুবতীর সঙ্গে আলাপ জমায় আশরফ, বাড়ে ঘনিষ্ঠতা, এরপরই শুরু হয় ব্ল্যাকমেল, একাধিকবার তার থেকে বিভিন্ন অসিলায় লক্ষ টাকা নেয় ওই যুবক, দুজনের ঘনিষ্ঠ ছবি ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দিয়েও তার থেকে বহুটাকা আত্মসাৎ করে আশরফ, শেষমেশ তার থেকে ১৫ লক্ষ টাকা দাবী করে, টাকা দিতে না পেরে শেষমেশ অপমানে আত্মঘাতি হয় ওই যুবতী, ওই যুবক সহ ৪জনের বিরুদ্ধে চণ্ডীতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত মহিলার পরিবার।মহিলার পরিবারের ভিত্তিতে ধৃত আশরফ আলিকে গ্রেফতার করেছে চণ্ডীতলা থানার পুলিশ। ঘটনাই মহিলার পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন হুগলি জেলা পরিষদের কর্মধক্ষ্য সুবীর মুখার্জি।