চুরাশি’জন সাহসিকতা পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করলেন রাষ্ট্রপতি

চুরাশি’জন সাহসিকতা পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করলেন রাষ্ট্রপতি

    নতুন গতি ডিজিটাল ডেস্ক : রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ চুরাশি’জন সাহসিকতা পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করলেন। এর মধ্যে ন’জন শৌর্যচক্র পাচ্ছেন। জম্মু-কাশ্মীর পুলিশের হেড কনস্টেবেল আব্দুল রসিদ কালাস, মরনোত্তর কীর্তিচক্র সম্মান পাচ্ছেন। এলিট স্পেশাল ফোর্সের লেফটেনান্ট কর্ণেল কৃষাণ সিং রাওয়াত, মেজর অনিল উরস্‌, হাবিলদার অলোক কুমার দুবে, শৌর্যচক্রে ভূষিত হয়েছেন। এরা সকলেই জম্মু-কাশ্মীরের জঙ্গী বিরোধী অভিযানে অংশ নিয়েছিলেন। ভারতীয় বিমান বাহিনীর উইং কম্যান্ডার ভিশাক নায়ার শৌর্যচক্রে সম্মানিত হচ্ছেন। শৌর্যচক্র হল দেশের তৃতীয় সর্বোচ্চ সাহসিকতা পুরস্কার।

    পশ্চিমবঙ্গের একুশ’জন পুলিশকর্মী এবার রাষ্ট্রপতি পুলিশ-পদক পাচ্ছেন।
    রাষ্ট্রপতি ষাট’জনকে সেনাপদক, চার’জনকে নৌসেনা পদক, এবং পাঁচ’জনকে বায়ু সেনা পদকে ভূষিত করেছেন।