নাবাবিয়া মিশনের পক্ষ থেকে শ্রম দপ্তরের মন্ত্রী বেচারাম মান্নাকে সংবর্ধিত ও ত্রাণ সামগ্রিক বিতরন করা হয়

আরিফুল ইসলাম, হুগলী : আবারও ত্রাণসামগ্রী বিতরণ করলো নাবাবীয়া মিশন। নাবাবিয়া মিশনের প্রতিষ্ঠাতা মরহুম ফজলুল রহমান সাহেবের ওফাত দিবস উপলক্ষে মিশনের সাধারণ সম্পাদক সেখ সাহিদ আকবারের উদ্যোগে বিশেষ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন মিশন ক্যাম্পাস থেকে খানাকুলের বন্যা কবলিত এক হাজারেরও অধিক মানুষকে আনুষ্ঠানিক ভাবে ত্রাণসামগ্রী বিতরণ করা হল। উক্ত অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন রাজ্য সরকারের শ্রম দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না। তাকে নাবাবীয়া মিশনের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়। তারপর তিনি জনগণের উদ্দেশ্যে বক্তব্য পেশ করে, নিজে হাতে বন্যা কবলিত এলাকার মানুষদের ত্রাণসামগ্রী তুলে দেন। খানাকুলে বন্যায় আমরা যেমন খানাকুল বাসীর পাশে আছি সেভাবেই বন্যার দিন থেকে এই মিশন পরিস্থিতির শিকার মানুষদের পাশে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছে। আজ তার প্রমাণ আমি চাক্ষুষ দেখলাম। বিভিন্ন সময় মানুষের পাশে থেকে বহু সাহায্য সহযোগিতা করে এই মিশন। শিক্ষার সাথে সাথে সমাজের দুঃস্থ অসহায়দের পাশে যে ভাবে দাড়িয়েছে এই মিশন তা অত্যন্ত প্রশংসনীয়। নাবাবীয়া মিশনের নাম শুনেছি তবে এখানে না এলে আমি বুঝতেই পারতাম না এতসুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান। উপযুক্ত শিক্ষার জন্য যে গুন গুলি থাকা দরকার সবরকম ব্যাবস্থা এখানে রয়েছে। প্রথমবার মিশনে এসে পুরো মিশন ক্যাম্পাস ঘুরে দেখলাম। সেই সঙ্গে এখানকার যিনি সম্পাদক আছেন সেখ সাহিদ আকবার সাহেব খুব ভালো মানুষ। অত্যান্ত গুরুদায়িত্বের সাথে এই মিশন পরিচালনা করেন। চেষ্টা থাকলে যে কিছু করা যায় সেটা সেখ সাহিদ আকবার সাহেবকে দেখে বোঝা গেল। সব শেষে তিনি মিশনের শিক্ষকমন্ডলী সহ পরিচালনা কমিটির ভুয়সী প্রশংসা করেন। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুরফুরা শরীফের পীর আল্লামা আব্দুল্লা সিদ্দিকী, পীরজাদা স‌ওবান সিদ্দিকী, পীরজাদা এনায়েতুল্লা হোসাইনী, মাদ্রাসা শিক্ষাক শিক্ষা কর্মী সমিতির মুখপাত্র সৈয়দ সাজ্জাদ হোসেন, সাব ইন্সপেক্টর সুজিত বাবু, সমাজসেবী সেখ ইসমাইল, সৈয়দ আলী রেজা, ফিরোজ আলী, শেখ বুরহান উদ্দিন সরদার, লিয়াকত আলী মাওলানা ইলিয়াছ চৌধূরী, হায়দার আলী, আবু মুসা, মাওলানা শফিক মুন্সি, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা কামরুজ্জামান সহ আরামবাগ মহকুমা প্রশাসকমণ্ডলী ও খানাকুল থানার পুলিশ প্রশাসন।এই ত্রাণ বিতরণে সহযোগিতা করেছেন, পতাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্ণধর মোস্কাক হোসেন সাহেব, গঞ্জ চ্যারিটেবিল সোসাইটি সহ মিশনের বহু শুভানুধ্যায়ীরা। এদিন ত্রাণ বিতরণ ছাড়াও মহররম উপলক্ষে দোয়ার মাহফিল ও ২০২১ রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে নাবাবীয়া মিশনের ৩ জন শীর্ষস্থান অধিকারী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। প্রতিবছরই ১৯ আগষ্ট নাবাবীয়া মিশনের প্রতিষ্ঠাতা মরহুম ফজলুল রহমান সাহেব ওফাত দিবস পালন করা হয়।