১২ বছরেরও পাকা রাস্তা হয়নি, গ্রামের কাদা রাস্তার ধান রোপন করে বিক্ষোভে গ্রামবাসী

নূর আহমেদ,মেমারি : ২৫ অগাষ্ট পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত, মেমারি ১ নম্বর ব্লকের তাতারপুর ঘাগরির পার এলাকায়, দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তার বেহাল অবস্থা। পাকা রাস্তার দাবি জানিয়ে বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ, এলাকার মানুষজন একত্রিত হয়ে, ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ- প্রায় ৫০০ মিটার কাঁচা রাস্তা, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বিভিন্ন প্রশাসনিক দপ্তর থেকে শুরু করে নেতাদের জানিয়েও কোন রকম সুরাহা হয়নি বলে জানায় এলাকাবাসীরা। তাতারপুর কবরস্থান থেকে ঘাগড়ির পাড় এলাকার শেষ প্রান্ত পর্যন্ত প্রায় ৫০০ মিটার রাস্তা, এতটাই বেহাল, যে- খানাখন্দ- অল্প বৃষ্টিতেই জলে ভরে গিয়ে, বেহাল অবস্থা ধারণ করেছে। এদিন এলাকার মানুষজন, বেহাল রাস্তার সেই জমা জলে, ধান গাছ রোপন করে, ধিক্কার জানিয়ে, রাস্তার দাবী নিয়ে প্রতিবাদে সরব হয়।

    প্রসঙ্গত, এলাকার মহিলারা জানান, বেহাল রাস্তার জন্য, জরুরী পরিষেবার গাড়ি,বাড়ি পর্যন্ত না আসায় মৃত্যু পর্যন্ত ঘটে। প্রসঙ্গত, বেহালা রাস্তার জন্য বেশ- বিপদের মুখে পড়তে হচ্ছে তাদের, স্কুলের ছেলেমেয়েরা যেমন অসুবিধার মধ্যে পড়ছে, তেমনি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী বলে অভিযোগ, বারংবার, বিভিন্ন জায়গায় জানিও কোন সুরাহা না মেলায় অভিযোগের তীর শাসকদল তৃণমূলের দিকে। অভিযোগ ১২ বছরেও পাকা রাস্তা হলো না। এলাকায় ঢালাই রাস্তা অল্প কিছুটা হলেও, সম্পূর্ণ এলাকায় না হওয়ায় , শাসকদলের দিকে আঙ্গুুল তুলে, রাস্তার টাকা খেয়ে নেওয়ার অভিযোগ করেন এলাকাবাসীরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়।

    নূর আহামেদ, মেমারি।