|
---|
নূর আহমেদ,মেমারি : ২৫ অগাষ্ট, কালিবেলে এলাকায়, একটি বাঁশ বাগানে, একজন মহিলাকে খুন করার অভিযোগে, মেমারির ইছাবাছা থেকে গ্রেফতার এক ব্যক্তি, ধৃতকে ছদিন পুলিশ হেফাযতে থাকার পর ফের শুক্রবার আদালতে পেশ। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের কালিবেলে এলাকায়, একটি বাঁশ বাগানে, চলতি মাসের 17 তারিখে, এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। মহিলার পরিবারের তরফ থেকে, মেমারি থানায় গত শুক্রবার লিখিত অভিযোগ দায়ের হয়, যে তাদের, মহিলাকে খুন করা হয়েছে। মেমারি থানার পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে, এবং গত শনিবার ভোরবেলা, মেমারীর ইছাবাছা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে, পুলিশ গত শনিবার ধৃতকে আদালতে পেশ করেছিল, ধৃত ব্যক্তির নাম জাফর মল্লিক, ওরফে জাফু, বয়স আনুমানিক ৬০ বছর, বাড়ি পূর্ব বর্ধমান জেলার, কালনা থানার অন্তর্গত হাবিবপুর এলাকায়, খুনের কথা অভিযুক্ত ব্যক্তির স্বীকার করে নেই, সংবাদ মাধ্যমের সামনে। ছয় দিন পুলিশের হেফাজতে থাকার পর মেমারি থানার পুলিশ ধৃতকে আজ ফের বর্ধমান আদালতে পেশ করে। আদালতের বিচারক ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। প্রসঙ্গগত উল্লেখ্য ধৃত জাফর মল্লিক পুলিশ ও সাংবাদিকদের কাছে ৎুনের অভিযোগ স্বীকার করেছেন।