দিন-দুপুরে বর্ধমানে জাতীয় সড়কে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি : আততায়ী পলাতক

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : দিন-দুপুরে বর্ধমানে জাতীয় সড়কে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি : আততায়ী পলাতক । দুপুর বারোটা ছুঁই ছুঁই। বৃষ্টি মুখর দিনে লোকজনের তেমন যাতায়াত ছিল না। জাতীয় সড়কের গা ঘেঁষে আলপনা জুয়েলার্স। জাতীয় সড়কের চলন্ত গাড়ি গুলি মুষলধারে বৃষ্টির বেগে চলে যাচ্ছে। ঘটনাস্থল পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার জোতরাম। এইরকম একটা পরিস্থিতিতে এক কাস্টমার আশায় আলপনা জুয়েলার্সের খোকন দাস খুশিতে উচ্ছ্বসিত হয়ে পড়েন। বাদল দিনে এক খদ্দেরকে পেয়ে আদর করে বসতে বলেন। কিছু বুঝে ওঠার আগেই কাস্টমার টি ফিল্মি কায়দায় পকেট থেকে রিভলভার বের করে সোনা দানা ও ক্যাশ টাকা চাইতে থাকে। না দিতে চাইলে আততায়ী সরাসরি বুকে গুলি চালায়। গুলির শব্দ পেয়ে এলাকার অনেক দোকানদার ছুটে আসেন। প্রত্যক্ষদর্শী এলাকার আর এক দোকানদার বিশ্বজিৎ চ্যাটার্জী আততায়ী কে ধরবার জন্য ছুটে যান। আততায়ী রিভলভার দেখালে তিনি পিছু হটে তাকে ইটের আঘাত করেন। অন্যদিকে দাঁড়িয়ে থাকা এক বাইক আরোহীর গাড়ি করে পালিয়ে যায় আততায়ী। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় খোকন দাসকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে ছুটে আসছেন পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিংহ রায় ও শক্তিগড় থানার পুলিশ। দিন-দুপুরে এই ঘটনা ঘটায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। শক্তিগড় থানার ওসি দীপক সরকার জানান, দুষ্কৃতীয় আততায়ীদের ধরার জন্য সব রকমের অভিযান চালানো হচ্ছে। খোকন দাস গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।