কালনার পূর্বস্থলীর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

রাহুল রায়, পূর্ব বর্ধমান:

    পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলির মিনাপুর নিম্ন বুনিয়াদি বিদ‍্যালয়ের ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সম্পা ধাড়া, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু, কালনা মহকুমা শাসক নিতিন ঢালি, স্কুলের প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার সহ বিশিষ্ট ব‍্যাক্তিগণ।

    সর্বপরি একটি নিম্নবুনিয়াদি স্কুলে পরিবেশ ও পরিকাঠামো অতুলনীয় জেলা শাসক ও মহকুমা শাসক মুগ্ধ হয়েছেন।স্কুল কর্তিপক্ষ একটি আমার পুষ্টী প্রকল্প চালু করতে চলেছে যেমন মাছচাষ ,গোটারি,হাঁস পালন ,শাক সবজি চাষ, প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার। ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।