নিজস্ব সংবাদদাতা:বিভিন্ন অঞ্চলে ছেলেধরার যে গুজব ছড়িয়ে পড়েছে তার প্রতিকারে শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের এনএসএস বিভাগ শ্যামপুর – 1 ব্লকের দূর্গাপুর, পুরুলপাড়া, কমলপুর হাট, রাধাপুর অঞ্চলে সচেতনতামূলক প্রচারাভিযান চালায় এবং ওই অঞ্চলের মানুষজনকে এ ব্যাপারে সচেতন করে তোলে।