|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:
ইন্ডিয়ান ওয়েল কোর্পোরেশন লিমিটেড এর উদ্যোগে ও পূর্ব বর্ধমানের ভাঁড়পল্লী মিলনী সংঘের সহযোগিতায় পরিবেশ সচেতনতা কর্মসূচী অনুষ্ঠিত হলো শক্তিগড় ভাঁড়পল্লীতে।
উপস্থিত ছিলেন রাজবাধ পাইপ লাইন এর অফিসার্সগন ও গ্রাম পঞ্চায়েত সদস্য মহম্মদ মহসীন, বিশিষ্ট সমাজসেবক ড: সূব্রত মান্না প্রমূখসহ, ভাঁড়পল্লী ক্লাবের কর্মকর্তাগণ।
কিছু চারা গাছ এলাকার মানুষের হাতে তুলে দেওয়া হয়। দেওয়া হয় নতুন বছরের ক্যলেণ্ডর ও ক্লাব কে একটি আলমারি। ক্লাবের সদস্য ও এলাকার মানুষ খুব খুশি। গ্রাম পঞ্চায়েত সদস্য ও অন্যান্য অতিথিগণ এলাকায় কিছু গাছ বসিয়ে দেন।