সমন্বয় সভাতে চার ব্যক্তিকে সাহসিকতার পুরস্কার দিল পুলিশ

আজিজুর রহমান,গলসি : পবিত্র ঈদুজ্জোহা উপলক্ষে সমন্বয় সভার আয়োজন করলেন গলসি ওসি দীপঙ্কর সরকার। এদিন বেলা এগারোটা নাগাদ গলসি ২ নং ব্লক বিডিও অফিসে ওই সভার আয়োজন করেন তিনি। যেখানে এলাকার মসজিদের ইমাম ও মসজিদ কমিটির সদস্যদের আমন্ত্রণ জানানো হয়। পবিত্র ঈদুজ্জোহা যাতে সুষ্ঠুভাবে পালন হয় তার জন্য সকলের মত বিনিময় করা হয়। এর পাশাপাশি সাহসিকতার জন্য এলাকার শিড়রাই গ্রামের সাজেদার রহমান মন্ডল, জাগুলিপাড়ার চৌধুরী কামাল হাসান, পুরাতন গ্রামের সেখ নাসির ও শিল্লা গ্রামের চন্দন দাসকে পুরস্কৃত করা হয়। উল্লেখ্য, গত ৬ ই জুন দামোদর নদের বাঁকুড়ার পাত্রসায়ের এলাকার কাঠের ব্রিজ পাড় হবার সময় একটি মারুতি গাড়ি আরোহী সমেত নদীর জলে পড়ে যায়। যেটি গলসির শিল্লার কাছাকাছি অবস্থিত। দুর্ঘটনার সময় তাদের সকলকে বাঁচাতে ওই চারজন ব্যক্তি জলে ঝাঁপ দিয়ে সকলে জীবিত উদ্ধার করেন। এমন কাজের জন্য ওই চারজনকে এদিন পুরস্কৃত করা হয় গলসি থানার পক্ষ থেকে। গলসি বুঁইচা মসজিদের পেস ইমাম, মৌলানা ইমামুম মুবিন তার বক্তব্যে বলেন, আমাদের দায়িত্ব নিতে হবে কোরবানির পশু জবহের ছবি, মাংস, বা রক্ত কোন ভাবে যেন স্যোশাল মিডিয়ার আপলোড না করা হয়। তিনি বলেন, আমাদের ধর্ম পালন যেন অন্য কোন ধর্মকে আঘাত না করে।