|
---|
নিজস্ব সংবাদদাতা: রাতে দার্জিলিং এ থাকছে না আলো সমস্যায় পাহাড়। রাত হলেই সমস্যায় পড়ে যাচ্ছে পাহাড়।থাকছে না আলো।অন্ধকার হয়ে যাওয়ায় সমস্যায় পড়ে যাচ্ছেন পর্যটক থেকে সাধারন মানুষ।যেহেতু দার্জিলিং এ আগেই সন্ধ্যা হয়ে পড়ে সেকারনে বিদ্যুতের প্রয়োজন পড়ে যায় বেশী।যেটা আগে একেবারেই প্রয়োজন ছিল না দার্জিলিং এ সেটা এখন প্রতিটি ওয়ার্ডেই লাগছে। কারণ হিসাবে এক হোটেল ব্যাবসায়ী জানিয়েছেন আগে এত চাহিদা ছিল না পাহাড়ে বিদ্যুতের। যেটার প্রয়োজন এখন বেড়েছে অনেকটাই।ফলে চাহিদা বেড়েছে অথচ যোগান কম।যেকারনে সন্ধ্যা হলেই এক থেকে দেড় ঘন্টা অন্ধকার হয়ে থাকছে পাহাড়। যেহেতু দার্জিলিং এ রাত অনেকটাই বড় সেহেতু অন্ধকার হয়ে যাওয়ায় সমস্যা তৈরী হচ্ছে পাহাড়ের মানুষের। দার্জিলিং এ অধিকাংশ বাড়িতেই গরম জল তৈরী হয় ইলেকট্রিকের সাহায্য নিয়ে।তাই লাইট না থাকায় সমস্যা তৈরী হচ্ছে জল গরম হওয়ার। বিদ্যুতের যোগান দিতে অতিরিক্ত জেনারেটার ভাড়া করে ম্যানেজ করছে হোটেল এবং লজগুলি। তাতে ভাড়াও লাগছে অনেক। কিন্তুু কিছুই করবার নেই, হোটেল চালাতে গেলে এই ব্যাবস্থা তো মেনে নিতেই হবে।তবে যদি অবস্থার উন্নতি না হয় তবে সমস্যায় পড়বে দার্জিলিং এর হোটেলগুলি।কারন বিদ্যুৎ ছাড়া একেবারেই অচল পর্যটন,আর পাহাড় চলে পর্যটকদের নিয়েই।তাই বিকল্প ব্যাবস্থার দিকেই ঝুকছে পাহাড়।