মঙ্গলবার কলকাতা যাওয়ার উদ্দশ্যে বাগডোগরা বিমানবন্দরে অনিত থাপা

নিজস্ব সংবাদদাতা: জিটিএ নির্বাচনে এককভাবে পাহাড়ের ক্ষমতা দখল করেছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। 45টি আসনের মধ্যে 27টি আসন দখল করেছে অনিত থাপার দল। বোর্ড এখনও গঠন হয়নি। তার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে মঙ্গলবার কলকাতা গেলেন অনিত থাপা। এদিন সকালে বিমানে কলকাতা গিয়েছেন অনিত থাপা। বাগডোগরা বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনিত থাপা বলেন, এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও প্রত্যেককে নিয়েই পাহাড়ের উন্নয়ন করতে চান। তিনি পাহাড়ে রাজনীতির থেকেও প্রাধান্য দিতে চান উন্নয়নকে। পাহাড়ের মানুষ চেয়েছেন বলেই আজ জিটিএ তাদের দখলে। তাই পাহাড়ের উন্নয়ন, জিটিএর অস্থায়ী কর্মিদের স্থায়ীকরণ করার দিকেই বেশি নজর দেবেন তিনি।

    জিটিএতে এককভাবে ক্ষমতা দখল করলেও পাহাড়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সাথে অলিখিত জোট ছিল তৃণমূলের। জিটিএ নির্বাচনে 5 টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস।তৃণমূল নেতা বিনয় তামাং ব্লুমফিল্ড থেকে জয়ী হয়েছেন। তাই অনিত থাপা জিটিএর প্রধান হলে তৃণমূলের জয়ী প্রার্থী বিনয় তামাং-এর ভূমিকা কি হবে তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে জল্পনা। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনিত থাপাকে নির্দেশ দিতে পারেন জিটিএ পরিচালনায় পাহাড়ে বিনয়কে নিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করতে। বুধবার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন অনিত থাপা।