|
---|
লুতুব আলি, ২৬ মে : কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উদযাপন করলো বাংলা সাহিত্য সংস্কৃতি সমাজ। কলকাতার ডোভার গেস্ট হাউসে নজরুল জন্মবার্ষিকীতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রবীন্দ্রনাথ চক্রবর্তী। রবীন্দ্রনাথ চক্রবর্তী বলেন, নজরুল সাম্প্রদায়িক সম্প্রীতির এক প্রতীক ছিলেন। তিনি সাম্যের কথা বলেছিলেন, অসাম্যকে ভেঙে চুরমার করতে তিনি সাম্যের গান গেয়েছিলেন। তাঁর লেখনির খুরধার দেখে অত্যাচারী ইংরেজ সরকারও তাঁকে ভয় পেয়ে কারারুদ্ধ করে রাখেন। কারাগারে বসেই তিনি কারার ঐ লৌহ কপাট ভেঙ্গে ইংরেজদের ভারত কথা লিখেছিলেন। কবির স্বপ্নকে বাস্তবায়িত করতে পারলেই কবির প্রতি সম্মান জ্ঞাপনে র সার্থকতা লাভ করবে। সম্প্রতি কবিকে নিয়ে নবদ্বীপে ঘটে যাওয়া ঘটনা বলির তীব্র নিন্দা করা হয়। কবিতা, গান,কথা দিয়ে কবিকে স্মরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলীপ দাস,জয়া চৌধুরী,সাধনা গোলদার,জাহাঙ্গীর হোসেন,বিশ্বজিৎ সেনগুপ্ত,শিবু শীল,বিশিষ্ট অধ্যাপক ও সমাজ কর্মী হিমাদ্রী মুখার্জি, ইয়াদ আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি শুশারুভাবে সঞ্চালনা করেন নির্মাল্য চক্রবর্তী।