তামিলনাড়ুতে জাতি ভিত্তিক তথ্য সংগ্রহ চলছে

নতুন গতি ওয়েব ডেস্ক: তামিলনাড়ুতে কাস্ট অর্থাৎ জাতভিত্তিক তথ্য সংগ্রহ করা হবে। তার জন্য একটি সমীক্ষার প্রস্তুতি চলছে। এই সমীক্ষার জন্য তৈরি হবে একটি কমিশন। মঙ্গলবার রাজ্যটির মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী এমনটাই জানিয়েছেন। এর আগে পিএমকে নেতাদের একটি প্রতিনিধি দল তার সঙ্গে দেখা করেন এবং সরকারি চাকরিতে ও উচ্চশিক্ষায় ভান্নিয়ারদের জন্য কুড়ি শতাংশ সংরক্ষণের দাবি জানান।

    তার আগে সকালে পিএমকে কর্মীরা চেন্নাইয়ের জিএসটি রোডে কয়েক ঘণ্টার জন্য সমস্ত যানবাহন চলাচল বন্ধ করে দেয়। উত্তর তামিলনাড়ুর কয়েকটি রাজপথেও এই পরিস্থিতির সৃষ্টি হয়। তারা বেশ কিছুদিন থেকেই সংরক্ষণের দাবিতে আন্দোলন করে আসছে। গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কর্মীরা পাথর ছোঁড়ে , চেন্নাইয়ের উপকণ্ঠে একটি এক্সপ্রেস ট্রেনও থামিয়ে দেয়। এজন্যই নরম হতে থাকেন মুখ্যমন্ত্রী। পরিশেষে নতুন কমিশনের কথা ঘোষণা করেন যেখানে কাস্ট সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে এবং পরবর্তীতে সে অনুযায়ী পরিকল্পনা রুপায়ণ করা হবে। সার্ভে শেষে এই কমিশন সরকারকে তাদের রিপোর্ট পেশ করবে। বর্তমানে বিভিন্ন জাতভিত্তিক সংরক্ষণের জন্য বেশকিছু রাজনৈতিক দল আন্দোলন চালাচ্ছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংস্থা এই ধরনের সার্ভে করার জন্য দাবি জানিয়েছে। তামিলনাড়ুতে ৬৯ শতাংশ সংরক্ষণ সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে। সেই মামলার জন্য এ ধরনের তথ্য একান্তই প্রয়োজন বলে তিনি জানান।