ঢাক আদিবাসী নিত্য দিয়ে বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থীর ভোট প্রচার

রাহুল রায়, পূর্ব বর্ধমান : আগামী ২৯ শে এপ্রিল আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেসের প্রার্থী সুনীল কুমার মন্ডল-এর সমর্থনে সোমবার কাটোয়া ২নং ব্লক শ্রীবাটী অঞ্চল তৃনমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে মহামিছিল হলো। মিছিল’টি শুরু হয় নন্দীগ্রাম থেকে। এই মিছিল’টি নন্দীগ্রামে প্রত্যেক পাড়ায় পরিক্রমা করে। উপস্থিত ছিলেন তৃনমূল কংগ্রেসের প্রার্থী সুনীল কুমার মন্ডল, কাটোয়া ২নং ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মজুমদার, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত, শ্রীবাটী অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি কোরবান মিদ্দ্যা, শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের গ্ৰাম প্রধান সাগর প্রাধান, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত সহ প্রমুখ। এই মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কয়েকশো তৃনমূল কংগ্রেসের কর্মীরা পা মেলায়। এবারে মিছিলে মূল আকর্ষণ ছিল মহিলা ঢাক, আদিবাসী নৃত্য। গ্ৰামের মানুষদের অভাব অভিযোগের কথা শোনেন তৃনমূল কংগ্রেসের প্রার্থী সুনীল কুমার মন্ডল। তৃনমূল কংগ্রেসের প্রার্থী সুনীল কুমার মন্ডল এসে নন্দীগ্রামের মানুষদের আশ্বাস দেন আমি ভোটের জেতার পর সংসদ তহবিল থেকে কি ভাবে নন্দীগ্রাম উন্নয়ন করা যায় সেই’টি দেখবো বলেন। তৃনমূল কংগ্রেসের প্রার্থী সুনীল কুমার মন্ডল আসার জন্য নন্দীগ্রামের মানুষেরা হাত নেড়ে অভ্যর্থনা জানান।