|
---|
মইদুল ইসলাম, মুরারই – আজ ১২ ই জানুয়ারি সারা দেশে শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিবস। সারা দেশের সঙ্গে সঙ্গে আজকের এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন হল মুরারই ১ ব্লকে। আজ মুরারই ১ নং ব্লক ছাত্র-যুব উৎসব কমিটির নেতৃত্বে ” বিবেক চেতনা উৎসব ২০১৯ ” নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় মুরারই ব্লকের সদ্ভব মন্ডপে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরারই ১ ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী সন্দীপন প্রামানিক, মুরারই ১ ব্লক সমষ্টি যুব আধিকারিক শ্রী দেবদুলাল সাহা, মুরারই ১ নং ব্লক সমষ্টি কল্যান আধিকারিক শ্রী শুখেন্দু মাজি এছাড়া উপস্থিত ছিলেন মুরারই কবি নজরুল কলেজের অধ্যাপকগন। অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানের পাশাপাশি মুরারই শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহর পরিক্রমা করা হয়।