বীরভূমের চন্দ্রপুরে বি এড কলেজে বিবেকানন্দ জন্ম জয়ন্তী উদযাপন।

মহঃ সফিউল আলম : বীরভূমের চন্দ্রপুরে আজ ১২ জানুয়ারী স্বামী বিবেকানন্দ বি এড কলেজে বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপিত হয়৷উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ৷ বিভিন্ন ধরণের আকর্ষণীয় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়৷ উক্ত বি এড কলেজ ও বীরভূম ডি এল এড কলেজ এর যৌথ উদ্যোগে এই আয়োজন বলে জানা গিয়েছে৷

    এদিন বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে হাজির ছিলেন ড. প্রবীর কুমার দাস , ড. গৌতম চট্টোপাধ্যায় , নারায়ণ প্রসাদ ভট্টাচার্য প্রমুখ৷ প্রশিক্ষণরত ছাত্র ছাত্রীদের স্বরচিত কবিতার দেওয়াল পত্রিকা প্রকাশিত হয়৷ সম্পাদনায় মৃত্যুঞ্জয় লোহার৷ এছাড়া আবৃত্তি , গান , নৃত্য প্রভৃতির আয়োজন ছিল৷ অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মৃত্যুঞ্জয় লোহার, মনীষা মন্ডল, সুদীপ্তা রায় ও বুবাই গরাঁই৷ছাত্র ছাত্রীদের হাতের তৈরি বিভিন্ন সামগ্রীর স্টলও দেওয়া হয় এদিন৷