|
---|
নতুন গতি: পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মহিষদা সর্বজনীন দুর্গোৎসব কমিটির মানবিক প্রয়াস পঞ্চমী তিথিতে রক্তদান শিবির আয়োজন। শিবিরটিতে ৮ জন মহিলা সহ ৪৩ জন রক্তদান করেন। সামগ্রিক ব্যবস্থাপনায় ছিল মহিষদা নবারুণ সংঘ।
এদিন রক্তদান শিবিরটি উদ্বোধন করেন কেশপুর ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডা. বিদ্যুৎ পাত্র মহাশয়। শিবিরের প্রথম রক্তদাতা ছিলেন মহিষদা সর্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক দিব্যেন্দু শেখর মন্ডল মহাশয়।
উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার রক্ত আন্দোলনের অন্যতম মুখ কেশপুর ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক ফাকরুদ্দিন মল্লিক।
উপস্থিত ছিলেন পুজা কমিটির সভাপতি অধ্যাপক ডা. গৌতম চক্রবর্তী মহাশয়, সদস্য তাপস ভূঞ্যা, গোপাল দলবেরা,অমিত দোলই, স্বরূপ মন্ডল প্রমুখ।
এই মহতী শিবির সংগঠিত করতে সহায়তা করে মেদিনীপুর জেলা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম।
রক্ত সংগ্রহে ছিলেন নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সম্মাননীয় ডাক্তারবাবু ও টেকনিশিয়ানগণ। শিবির ঘিরে এলাকায় প্রভূত ইতিবাচক সাড়া দেখা যায়।